প্রধান আসামি লামায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

মহেশখালীতে পুলিশকে গুলি

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আবু সৈয়দকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি। গত সোমবার রাত ১টার দিকে বান্দরবানের লামা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে মহেশখালী থানা পুলিশ। গ্রেপ্তার আসামি মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন এ বিষয়টি জানান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের লামায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে মহেশখালী থানার এএসআই সেলিম মিয়া ও তার সঙ্গীয় দুই কনস্টেবল রাতের টহলে থাকা অবস্থায় আফজলিয়া পাড়া এলাকায় পৌঁছালে আবু সৈয়দের নেতৃত্বে ২০২৫ জনের একদল সশস্ত্র ডাকাত পুলিশ টহল দলের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এই ঘটনায় মহেশখালী থানায় মামলা রুজু করা হয়। ইতোমধ্যে এ মামলায় আটজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু সৈয়দকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন আরও জানান, গ্রেপ্তারের পর আবু সৈয়দ তার নিজ বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে মহেশখালীর ইউনুসখালী এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো জায়গা থেকে উদ্ধার করে একটি দেশীয় একনালা বন্দুক, দু’টি এলজি, তিনটি তাজা কার্তুজ। পুলিশের তথ্য অনুযায়ী, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতাপমাত্রা বাড়ায় বাংলাদেশের ক্ষতি ২১ হাজার কোটি টাকা : বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নিখোঁজ যুবকের লাশ মিলল ধানক্ষেতে