প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৪

ফটিকছড়িতে যুবক খুন

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে প্রকাশ্য ছুরিকাঘাতে রমজান আলী (২০) নামে এক যুবক খুন হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাঁতমারা ইউপির শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে জসিমের ফার্মেসির সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত প্রধান আসামিসহ চারজনকে গতকাল বুধবার ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেনউপজেলার দাঁতমারা ইউপির ৭ নম্বর ওয়ার্ড মনুয়ারখীল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাসান নিজামী (২৩), একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম হাসনাবাদ গ্রামের নুরুল আলমের ছেলে মহিম উদ্দিন (২০), পেলারখীল গ্রামের বদিউল আলমের ছেলে মো. ফোরকান এবং হাতিমারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে পিয়ার আহম্মদ।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাফা ও রমজান মোটর সাইকেলযোগে শান্তিরহাট বাজারে আসছিলেন। এ সময় সেখানে পূর্ব থেকে ওঁত পেতে থাকা হাসানসহ চার যুবক ছাফার মোটরসাইকেলের গতিরোধ করে। প্রাণ বাঁচাতে রমজান দৌঁড়ে পালানোর চেষ্টা করলে জসিমের ফার্মেসির সামনে তাকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে রমজান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেওয়ান শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা প্রধান আসামি হাসান নিজামীসহ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় পৃথিবীতে সুনিতা ও বুচ
পরবর্তী নিবন্ধজেনারেল ইয়াহিয়া অপারেশন সার্চলাইটের পরিকল্পনা চূড়ান্ত করেন