বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু–কিশোরীদের অধিকার রক্ষায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শিশুদের জন্য সরকার বাস্তবায়ন করছে বিচিত্র ধরনের প্রকল্প ও কর্মসূচি।
তিনি গত বুধবার হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু–কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) এ মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন। মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ও ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলম। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পৃষ্ঠপোষকতায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মহিলা ও শিশু–কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম), শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং সরকারি শিশু পরিবারের ৪৫০ জন সুবিধাবঞ্চিত শিশু–কিশোরীদের মাঝে উন্নতমানের ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।