প্রধানমন্ত্রী বরাবরে গণঅধিকার ফোরামের স্মারকলিপি

সিআরবির প্রাণ প্রকৃতি রক্ষা করুন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফুসফুস খ্যাত একমাত্র মুক্তাঙ্গন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি এবং মুক্তিযোদ্ধাদের কবরস্থানসহ শিরীষতলা ও সমগ্র সিআরবির প্রাণ প্রকৃতি রক্ষা ও ইউনাইটেড গ্রুপের প্রাইভেট হাসপাতাল নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে গণঅধিকার ফোরাম গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। গণঅধিকার ফোরামের মহাসচিব এম এ হাশেম রাজুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের প্রকৃতি জীবন পাহাড় ও নদী রক্ষা বিষয়ক প্রধান আজিজুর রহমান আশিক এবং পরিবেশ ইতিহাস ঐতিহ্য ও শিক্ষা বিষয়ক কমিটির প্রধান উত্তম কুমার আচার্য্য।
স্মারকলিপিতে বলা হয়, সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গায় রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জিএস আবদুর রবসহ আরো নয়জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এই কবরের উপর ব্যক্তি মালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয়, যেকোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। সিআরবি এলাকা হলো চট্টগ্রামের প্রাকৃতিক অক্সিজেন, ভূমি বৈচিত্র্য ও প্রাণ বৈচিত্র্যের অন্যতম প্রধান ক্ষেত্র। এতে হাসপাতাল কিংবা অন্য কোনো স্থাপনা করলে এর পরিবেশ, প্রকৃতি নষ্ট হবে। এর প্রভাব চট্টগ্রাম মহানগরের ৭০ লক্ষ মানুষকে ভোগ করতে হবে।
এছাড়া সিআরবি এলাকা হলো চট্টগ্রামের খেলাধুলা-বিনোদন, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার প্রধান কেন্দ্র। এখানে সারা বছর বর্ষবরণ, বর্ষবিদায়সহ বহুবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। হাসপাতাল নির্মাণ হলে এই চর্চা বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামের সংস্কৃতি চর্চা, খেলাধুলার ক্ষেত্র সংকুচিত হয়ে এর প্রভাব বিশ্বমানের চট্টগ্রাম গড়ার পথ রুদ্ধ করবে।সিআরবি এলাকাকে সিডিএর ডিটেইলস এরিয়া প্ল্যানে হেরিটেজ জোন ঘোষণা করা হয়েছে। এখানে শতবর্ষী শত শত বৃক্ষসহ স্থাপনা রয়েছে, যা বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশের স্মারক। এখানে হাসপাতাল কিংবা কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মিত হলে এর স্মারক ধ্বংসপ্রাপ্ত হবে। বাস্তবতা হচ্ছে, ১০০টি হাসপাতাল দিয়ে যে অক্সিজেন উৎপাদন সম্ভব না, তার শত গুণ বেশি অঙিজেন সিআরবি থেকে লাখ লাখ মানুষ গ্রহণ করছে। সিআরবির উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম ১ কিলোমিটারের ভিতরে কোনো হাসপাতাল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে অনুমোদন দেওয়া ঠিক হবে না। স্মারকলিপিতে আরো বলা হয়, চট্টগ্রাম বিদ্বেষী দু’একজন রাজনৈতিক ব্যক্তি সিআরবিকে ব্যক্তি মালিকানায় ইজারা দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছেন। তাদের অতীত কর্মকাণ্ড ছিল চট্টগ্রামের পরিবেশ, সংস্কৃতি ও খেলাধুলা বিরোধী। তাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করা হয় এবং প্রকৃতিকন্যা হিসেবে সারা বিশ্বে নন্দিত মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণ চুক্তি বাতিলসহ সিআরবি এলাকায় ইকোপার্ক/উদ্যান ঘোষণার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধইউএনওর সঙ্গে হাটহাজারী পূজা পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু