প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন আজ

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার২০২৩ বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন। খবর বাসসের। পাশাপাশি বাংলা একাডেমি প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা : দ্বিতীয় খণ্ড’ সহ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন। বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড়ো বই, গড়ো দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়ো, দেশ গড়ো : বঙ্গবন্ধুর বাংলাদেশ)।’

মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশুকিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। বইয়ের মোড়ক উন্মোচন ও ‘লেখক বলছি’ মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে স্থাপন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর বাহারছড়া ইউপির উপনির্বাচন ৯ মার্চ
পরবর্তী নিবন্ধকাল বিশ্ব ইজতেমা শুরু, ময়দানে বাড়ছে জমায়েত