প্রধানমন্ত্রী চট্টগ্রামের প্রতি খুবই সংবেদনশীল

কালুরঘাট-মদুনাঘাট ফ্লাডওয়াল নির্মাণ কাজ পরিদর্শনে এমপি ছালাম

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

কালুরঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন কর্ণফুলী ও হালদা নদীর তীরবর্তী ফ্লাড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি অত্যন্ত সংবেদনশীল। চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জোয়ারের পানিতে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়া। এ সমস্যা সমাধানে তিনি সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনেকগুলো প্রকল্প অনুমোদন দিয়েছেন। আমি সিডিএর চেয়ারম্যান থাকাকালীন হাজার হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন পেয়েছি। ১৬২০ কোটি টাকা ব্যয় ধরে কালুরঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত বিভিন্ন খালের মুখে স্লুইচ গেইটসহ ৬.৩৫ কিলোমিটার ফ্লাডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পটি এদের মধ্যে অন্যতম। ফৌজদারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত বেড়িবাঁধ কাম আউটার রিং রোডের কাজ সম্পন্ন হওয়ায় কাট্টলী, হালিশহর, বন্দর ও পতেঙ্গার পরিত্যক্ত বিস্তীর্ণ নিম্নভূমি এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে। চাক্তাই থেকে কালুরঘাট ২১টি খালের মুখে অটোমেটিক রেগুলেটেড স্লুইসগেইট সম্পন্ন রিভারড্রাইভ কাম বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। নগরীর বিভিন্ন খালসমূহ উদ্ধার, পুনঃখনন, সংস্কার ও নতুন খাল খননের মেগা প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর মাধ্যমে বাস্তবায়নাধীন। বাস্তবায়নাধীন এসব প্রকল্পসহ কালুরঘাট থেকে মদুনা ঘাট ফ্লাড ওয়াল নির্মাণের কাজ গুণগত মান ঠিক রেখে দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। কেননা বাস্তবায়ন যদি বিলম্বিত হয়, প্রকল্পের সুফল যেমন দেরিতে আসে তেমনি প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি পায় এবং নতুন প্রকল্প প্রণয়নে অসুবিধা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক কর্নেল আবদুর রউফসহ সংশ্লিষ্ট সেনাবাহিনীর কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউইকন প্রপার্টি ইনভেস্টমেন্ট ফেস্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধচুয়েটে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা