প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পে বিভিন্ন ব্যাংকের অনুদান প্রদান

| সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ

ইউসিবি

প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প আশ্রয়ণ২ এ ৪ কোটি টাকা সহায়তা দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুদানের চেক তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিএর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। ইউসিবি পিএলসি এর সিএসআর কার্যক্রমের অধীনে ব্যাংক এ আর্থিক সহায়তা প্রদান করেছে। চেক প্রদান অনুষ্ঠানে ইউসিবি এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, তৃণমূল দরিদ্র মানুষের ঠিকানা গড়ে দেবার এই মহতী উদ্যোগে শরিক হতে পেরে ইউসিবি সম্মানিত।

স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রী ঘোষিত গৃৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদান প্রকল্পে চার কোটি টাকা অনুদান প্রদান করেছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন এফবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের মহাসচিব নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক

অসহায় গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণের উদ্দেশ্যে এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রজেক্ট২ এ চার কোটি টাকা অনুদান প্রদান করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের পেঅর্ডার হস্তান্তর করেন।

ইউনিয়ন ব্যাংক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন অঞ্চলের গৃহহীন মানুষদের জমিসহ ঘর উপহার দেওয়ার প্রকল্প এবং দেশের অসহায় গৃহহীন মানুষদের জন্য ঘর নির্মাণ প্রকল্পে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।

আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়িত আশ্রায়ণ প্রকল্প২ এ চার কোটি টাকা অনুদান দিয়েছে আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চেক হস্তান্তর করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল ইসলামী ব্যাংক

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প২ এ গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদানের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক চার কোটি টাকা অনুদান প্রদান করেছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। আশ্রয়ণ প্রকল্প২ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধবে টার্মিনালে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর : নৌ প্রতিমন্ত্রী