ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল প্রত্যাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা। গতকাল খাতুনগঞ্জে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় নেতারা এ আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এবং সীতাকুণ্ডের দারোগাহাটে স্থাপিত ওজন স্কেলের কারণে বর্তমানে চট্টগ্রামের ব্যবসায়ীরা ছয় চাকার একটি ট্রাক কিংবা কাভার্ডভ্যানে ১৩ টনের বেশি পণ্য আনতে পারছেন না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়া দেশের আর কোনো মহাসড়কে ওজন স্কেল নেই। ফলে চট্টগ্রামের ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এক দেশে কখনো দুই আইন চলতে পারে না। বক্তারা মহাসড়কের ওজন স্কেল প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক হারাধন চৌধুরী, দেবাশীষ দাশগুপ্ত, মো. নাজমুল হক, মো. মনির হোসেন গাজী, হারুনুর রশিদ, মো. জাকারিয়া ও মো. শরীফ। প্রেস বিজ্ঞপ্তি।