প্রধানমন্ত্রীর সাথে সিএফসি ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

কমন ফান্ড ফর কমোডিটিসের (সিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সন্তান রাষ্ট্রদূত শেখ মো. বেলাল। গত সোমবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান। ইউরোপের মাটিতে এই বিজয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দারিদ্র্য বিমোচনে ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন বলেও রাষ্ট্রদূত বেলাল মন্তব্য করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদমর্যাদার এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী শেখ মো. বেলাল ৬৮ শতাংশ ভোট পেয়ে বিজয় লাভ করেন। কমন ফান্ড ফর কমোডিটিস জাতিসংঘভুক্ত একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। সিএফসি বিশ্বের ১০১টি সদস্যরাষ্ট্রে দারিদ্র্য বিমোচনে অর্থায়ন করে থাকে। উল্লেখ্য, রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের বাড়ি চট্টগ্রামের পটিয়ার খান মোহনা গ্রামে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গারা যাতে পাসপোর্ট না পায় : সংসদীয় কমিটি
পরবর্তী নিবন্ধশিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অপরিহার্য