প্রধানমন্ত্রীর সঙ্গে আজমত উল্লাহর সাক্ষাৎ

উপহার দিলেন বই, পেলেন ‘সান্ত্বনা’

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পরাজয়ের তিন দিনের মাথায় গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান। গতকাল রোববার দুপুরে গণভবনে এই সাক্ষাতের সময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা দুটি বই প্রধানমন্ত্রীকে উপহার দেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান। খবর বিডিনিউজের।

তুষার বলেন, তিনি তার লেখা দুটি বই ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত’ এবং ‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন এবং কিছুক্ষণ একান্তে কথা বলেন।

আজমত পরে বলেন, রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি প্রকাশিত হয় ২০২১ সালে। আর পরের বছর ২০২২ সালে প্রকাশিত হয় ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত’ বইটি। প্রতিটি বই প্রায় ৬০০ পৃষ্ঠার। নির্বাচনী হলফ নামায় আজমত লিখেছেন, এ দুটি বই থেকে তার বছরে এক লাখ টাকা আসে।

আজমত জানান, রোববার বেলা ১২টার দিকে তিনি গণভবনে যান। প্রায় আধা ঘণ্টার মত তিনি সেখানে ছিলেন। এই আওয়ামী লীগ নেতার ভাষ্য, নির্বাচনে পরাজিত হওয়ায় তাকে ‘সান্ত্বনা দিয়ে দুঃখ না পাওয়ার জন্য’ বলেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনে জামায়াতবিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও কথা বলেছেন। সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে কীভাবে আরো শক্তিশালী করা যায়, সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন, বলেন আজমত।

পূর্ববর্তী নিবন্ধসুবিধা পাবে বিচারপ্রার্থীরা খাগড়াছড়ির আদালতে ন্যায়কুঞ্জের নির্মাণ শুরু
পরবর্তী নিবন্ধআজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস