প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

| বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর প্রথমবারের মত সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে। শুক্রবার সকাল ১০টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে গত বৃহস্পতিবার জার্মানিতে যান শেখ হাসিনা, ফেরেন সোমবার সকালে। নতুন সরকার গঠনের পর এটাই ছিল তার প্রথম সরকারি সফর। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয় এই সফরে।

পূর্ববর্তী নিবন্ধ‘পুনর্বাসন না করে’ হকার উচ্ছেদের প্রতিবাদ মহানগর বিএনপির
পরবর্তী নিবন্ধএকুশের রক্তাক্ত পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে