সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আল মামুন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্যখাত অন্যতম অংশীদার। অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয় এবং সামুদ্রিক জলাশয়ের উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য সময়োপযোগী পরিকল্পনা ও বাস্তবায়নের ফলে ইলিশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে।
গতকাল বেলা ১১টায় সীতাকুণ্ডের কুমিরা ঘাটে জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবী/জেলেদের মাঝে ১১০টি গরু বিতরণ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসনীয় ভূমিকা অর্জন করেন। মৎস্যজীবীদের দাদনের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে ব্যাংক ঋণ প্রদানের ব্যবস্থা করার জন্য বলেন।
জাটকা সংরক্ষণ সপ্তাহ (১১–১৭ মার্চ) বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, কুমিরা ইউপি চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবউল্লাহ, কুমিরা নৌ–পুলিশের অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন, বাংলাদেশ কোস্ট গার্ড কুমিরার আজিজুর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার রাশিদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে মৎস্যজীবীদের নিয়ে সন্দ্বীপ চ্যানেলে নৌ–র্যালি অনুষ্ঠিত হয়।