প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিসি

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করেছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংসদের ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সহকারী কমান্ডার আহমেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, গাজী জাফর উল্লাহ, আবদুস সালাম সওদাগর ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞা। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ, আবু তাহের, জাফর আহমেদ, নুরুল আলম, মো. মহিউদ্দিন, মো. নাসির উদ্দিন, আক্তার হামিদ সিকদার, বোরহান উদ্দিন, মো. হারুন প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাল্লায় হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধলায়ন নজমুল হক অডিট কমিটির চেয়ারম্যান