প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনসিসি ব্যাংকের ৭৫ হাজার কম্বল

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংক লিমিটেড আসন্ন শীতে দারিদ্র পীড়িত অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পঁচাত্তর হাজার কম্বল প্রদান করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল ম্যাধমে গণভবন থেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মো. আবুল বাশারের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। এসময় এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে মুজিববর্ষ উদযাপনের একটি ফটো এ্যালবামও হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলী শাহ (রহ.) এর তিন দিনব্যাপী বার্ষিক ওরশ আজ শুরু
পরবর্তী নিবন্ধনারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি