প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। গত মঙ্গলবার বাদে আছর চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ সভাপতি মুহাম্মদ নুর খাঁন। মোহাম্মদ খোরশেদ আলম শাহ’র সভাপতিত্বে সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাসান, দ্বীল মুহাম্মদ, ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, মৌলানা মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ মামুন পারভেজ সহ বিভিন্ন জায়গা থেকে আগত মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ও বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। পরিশেষে প্রিয় নবী (দ.) ও হযরত গাউছুল আজম (রা.) এর উসিলায় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমী কামনা ও বৈশ্বিক মহামারী করোনার ভয়াল প্রকোপ থেকে সমগ্র বিশ্বসহ মুসলিম উম্মাহর নাজাত এবং নিরাপত্তা কামনা করা হয়।