২৮ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চন্দনাইশ উপজেলা কৃষকলীগের উদ্যোগে প্রস্তুতিসভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার উপজেলার দোহাজারী পৌরসভা চত্বরে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী।
উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, সদস্য জাহেদুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, দোহাজারী পৌরসভা কৃষকলীগের সভাপতি ফরিদুল আলম, নুরুল ইসলাম, মোহাম্মদ ফারুক, আবদুল আলিম, আবদুল মন্নান জুনু, জাফর আহমদ, মোক্তার হোসেন, আহমদ শফি, মোহাম্মদ আমিন, হাবিবুর রহমান প্রমুখ। সভায় ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠাতব্য আনোয়ারা কেইপিজেড মাঠের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে যোগ দেয়ার আহবান জানান। পরে একটি স্বাগত মিছিল বের করা হয়।












