কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধুর টানেলের উদ্বোধন উপলক্ষে আগামী ২৮ অক্টোবর আনোয়ারা প্রান্তে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ঐদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে টানেলের উদ্বোধন শেষে নিজে টোল পরিশোধ করে গাড়ি নিয়ে টানেলের আনোয়ারা প্রান্তে যাবেন। সেখানে কাফকো কলোনি সংলগ্ন কোরিয়ান ইপিজেড মাঠে সকাল ১০টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর জনসভায় দক্ষিণ চট্টগ্রামের পাশাপাশি মহানগরীর ৪৩ সংগঠনিক ওয়ার্ড থেকে এবং উত্তর জেলা আওয়ামী লীগের ৭ উপজেলা থেকে নেতাকর্মীরা গাড়ি নিয়ে যাবেন। প্রায় হাজারের অধিক গাড়ি ঐদিন জনসভায় যোগদিতে কর্ণফুলী সেতু দিয়ে যেতে হবে। এসব গাড়ি থেকে টোল আদায় করতে গেলে ভয়াবহ যানজট লেগে যাবে। তাই দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনা করে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে র্কণফুলী সেতুর ইজারাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন। জনসভায় যতগুলো গাড়ি আসা–যাওয়া করবে সবগুলো গাড়ির টোল এক সাথে জনসভার পর দক্ষিণ জেলা আওয়ামী লীগ পরিশোধ করবে। জনসভায় যাতায়তের সময় যেন কোন গাড়ি টোলের জন্য আটকানো না হয় এই ব্যাপারে ইজারাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলে সেটা ঠিক করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে বলেন, ২৮ অক্টোবর আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভায় কর্ণফুলী সেতুর ওপর দিয়ে যতগুলো গাড়ি যাবে এবং আসবে সবগুলোর টোল আমরা এক সাথে সেতুর ইজারাদারকে দেবো। জনসভায় যাওয়ার সময় এবং আসার সময় কোন গাড়িকে টোল দিতে হবে না। জনসভার সব গাড়ি স্বাভাবিক গতিতে সেতুর টোল প্লাজা দিয়ে চলে যেতে পারবে। যাওয়া–আসার সময় টোল প্লাজায় টোল দিতে গেলে বিশাল যানজটের সৃষ্টি হবে। এই লক্ষ্যে আমরা সড়ক ও জনপথ বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি।