পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল পটিয়া পৌরসভার চার শতাধিক পরিবার। ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। গতকাল বৃহস্পতিবার পৌরসভার নয়টি ওয়ার্ডে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী দাশ, পৌর সচিব নেজামুল হক, প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, আনসার কর্মকর্তা স্বপন পাল, শহিদুল ইসলাম, বিধান দাশ প্রমুখ।
এসময় পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ঈদ উপলক্ষে দেশের অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ প্রদান করছেন প্রধানমন্ত্রী। তিনি পটিয়ার জনগণকে ঈদের উপহার হিসাবে বৃহত্তর প্রকল্প এক হাজার একশত আটানব্বই কোটি টাকা একনেকে অনুমোদন করে দেওয়ায় পটিয়াবাসীকে কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন। পটিয়ার চতুর্দিকে মেরিন ড্রাইভ, স্লুইচগেইট, বেড়ীবাঁধ ও খাল খনন সহ অনেক প্রকল্প বাস্তবায়িত হবে। হাজার হাজার একর ফসলি জমি, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট বন্যার কবল থেকে রক্ষা পাবে।