প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নাগরিক উদ্যোগের উন্নয়ন উৎসব ২৫ নভেম্বর

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ১০:০৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে আগামী ২৫ নভেম্বর উন্নয়ন উৎসব করবে জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক সংগঠন নাগরিক উদ্যোগ। গতকাল সোমবার উত্তর কাট্টলীস্থ নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের এক সভায় বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এঙপ্রেসওয়ে এবং আউটার রিং রোডের সংযোগস্থলে এ উন্নয়ন উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা এবং চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আগামী দিনের গুরুত্ব বিবেচনা করে এ শহরকে বৃহৎ বৃহৎ প্রকল্প দিয়ে নিজের মতো করে সাজিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের মানুষ না চাইতেই একের পর এক মেগা প্রকল্পের অনুমোদন এবং অর্থের সংস্থান করছেন তিনি। তাই চট্টগ্রামবাসীও কৃতজ্ঞতার সাথে প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতিফলন ঘটাবে ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে।

সেদিন সর্বস্তরের চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর সভাকে সফল ও সার্থক করে তুলবেন সে প্রত্যাশা করেন সুজন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে উৎসবমুখর করতে নাগরিক উদ্যোগ আগামী ২৫ নভেম্বর বঙ্গবন্ধু টানেলের সম্মুখে উন্নয়ন উৎসব এবং ২৭ নভেম্বর কলেজিয়েট স্কুল মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছে।

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো. হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মসিউর রহমান চৌধুরী, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, মাহবুবুল হক সুমন, আবেদ মনসুর, নুরুল আলম, শওকত হোসাইন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, মো. আজম খাঁন, মো. ইলিয়াছ, ছালেহ আহমদ জঙ্গী, রেজাউল করিম ইরান, নুরুল কবির, এনামুল হক মিলন, জাহেদ আহমদ চৌধুরী, মোরশেদ আলম, ডা. অঞ্জন কুমার দাশ, মো. সেলিম, এহসানুল হক চৌধুরী, মো. শাহজাহান, অনির্বান দাশ বাবু, মো. সাইফুল্লাহ আনছারী, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম লিটন, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, আশিকুন্নবী চৌধুরী, ফেরদৌস মাহমুদ আলমগীর, মহানগর ছাত্রলীগের সভাপতি এম. ইমরান আহমেদ ইমু, আফগানী বাবু, মো. ফারুক, মো. ওয়াসিম, আবদুল্লাহ আল মামুন, শাহনেওয়াজ আশরাফী, মনিরুল হক মুন্না, হাসান মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিকের অভিযানে ১৬ ব্যক্তিকে ৯৩ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপিয়ারস কমিউনিকেশনের যাত্রা শুরু