প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় নারীরা স্ব স্ব ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করছে

| মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে দেশের নারীরা স্ব স্ব ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে সচেষ্ট হচ্ছে’। উই বাজারের উদ্যোগে চিটাগাং উইম্যান চেম্বারের সহযোগিতায় ‘হেমন্ত উৎসব ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন এ কথা বলেন। তিনি আরও বলেন, নারীরা এখন আর ঘরে বসে নেই। তারা নিজেদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে ব্যবসা বাণিজ্যসহ সব ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। নারীর অর্থনৈতিক মুক্তি নারীর ক্ষমতায়নকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, পরিচালক গুলশানা আলী, পরিচালক নূর আক্তার জাহান, শাহেলা আবেদিন, প্রাক্তন পরিচালক ফেরদৌস ইয়াসমিন, উই বাজারের চেয়ারম্যান চৌধুরী জুবায়েরা সাকি প্রমুখ। মেলা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় গ্রিডের টাওয়ারে কাজ করার সময় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট
পরবর্তী নিবন্ধমহাসড়ক অবরোধের চেষ্টা, লোহাগাড়ায় শিবির নেতা গ্রেপ্তার