প্রদীপ্ত তরুণ সমাজ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই

সঙ্গীত পরিষদের বর্ষপূর্তি উৎসবে বক্তারা

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

আজকের তরুণেরা আগামীর ভবিষ্যৎ তারাই হবে রাষ্ট্রের কর্ণধার। তাই তাদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও পরিবেশ বিষয়ে সম্যক ধারণা প্রদান করে গড়ে তুলতে না পারলে জাতীয় বিপর্যয় নেমে আসবে। তাদের মানবিক এবং সংস্কৃতি মনা হতে হবে। তাই প্রদীপ্ত তরুণ সমাজ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সঙ্গীত পরিষদের ৮৬তম বর্ষপূর্তি উৎসব উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার ২য় পর্বে বক্তাগণ উপরোক্ত মন্তব্য করেন। গতকাল শনিবার দ্বিতীয় পর্বের সভায় সভাপতিত্ব করেন পরিষদের সম্পাদক তাপস হোড়। প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার সম্পাদক মোহাম্মদ জহির। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসেবী আরিকুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন পরিষদ পরিচালনা সদস্য সাজেদুল হক হাসান। বৈকালিক এই অধিবেশন শুরু হয় সমবেত শাস্ত্রীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদের শিক্ষক অধ্যাপক দেবাশিস রুদ্র ও প্রিয়ম কৃষ্ণ দে।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক অধ্যক্ষ প্রদীপ সেনগুপ্ত, অধ্যাপক পিন্টু ঘোষ, অধ্যাপক দেবাশিস্‌ রুদ্র, অধ্যাপক সুচিত্রা চৌধুরী, অন্তরা দাশ, মনীষা রায়, প্রমিত বড়ুয়া, বনানী চক্রবর্তী, রাজীব চক্রবর্তী, চন্দ্রিমা বিশ্বাস, অনজন দাশ, প্রিয়ম কৃষ্ণ দে, ত্রিদিব বৈদ্য, প্রান্ত আচার্য, দীপ্ত দত্ত, দিপ্তী মজুমদার, পলাশ চক্রবর্তী, রিপন সেনগুপ্ত, তন্বী বড়ুয়া, হ্যাপী ঘোষ, মৌসুমী কর, শিউলী মজুমদার, সুখ রঞ্জন হালদার, অভিষেক দাশ, এস.এম. একরাম, দেবাশীষ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআশরাফ আলী শাহ (রহ.) ওরশের আলোচনা সভা