প্রথম ম্যাচে জিতেও সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বৃষ্টির কারনে ওয়ানডে সিরিজটি হয়ে গিয়েছিল এক ম্যাচের। সে ম্যাচে হেরে সিরিজ হারলেও টিটোয়েন্টি সিরিজে শুরু করেছিল জয় দিয়ে। কিন্তু পরের দুই ম্যাচে আর লংকান মেয়েদের সাথে পেরে উঠেনি বাংলাদেশের মেয়েরা। ফলে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়লেও পরের দুই ম্যাচে হেরে সিরিজ হারিয়েছে নিগার সুলতানারা। কলম্বোতে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টিটোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৪৪ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে বাংলাদেশ দল পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করতে পারে। এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২১ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কার মেয়েরা।

প্রথমে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটাও ভালো ছিল না। ২ রান করা ভিশ্মি গুনারত্নেকে দ্রুত বিদায় করে উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের রাবেয়া খান। কিন্তু এরপর হর্ষিতা সমরবিক্রমাকে নিয়ে দারুণ জুটি গড়েন অধিনায়ক চামিরা আতাপাত্তু। ২৩ বলে ৩২ রান করা চামিরা বিদায় নেন নাহিদা আক্তারের বলে। এরপর চারে নামা আনুশকা সঞ্জীওয়ানিকে দ্রুত ফেরান ফাহিমা খাতুন। ৫৬ রানে ৩ উইকেট হারালেও শ্রীলঙ্কা ঠিকই বড় সংগ্রহ গড়ে হর্ষিতা ও নীলাক্ষী ডি সিলভার ব্যাটে। দুজনেই তুলে নেন নিজেদের হাফ সেঞ্চুরি। এই জুটি আর ভাঙতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৪২ বলে ৬ টি চারের সাহায্যে ৫১ রানে অপরাজিত থাকেন হর্ষিতা। আর নিলাক্ষী অপরাজিত থাকেন মাত্র ৩৯ বলে ৪ টি চার ও ৪ টি ছক্কায় ৬৩ রান নিয়ে।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তুলতে হিমশিম খেয়েছে বাংলাদেশ দল। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার রুবাইয়া হায়দার। এরপর ফারজানা হক ও সোবহানা মোস্তারি মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সফল হননি। ২০ বলে ১০ রান করে সপ্তম ওভারের শুরুতেই লেগ বিফোরের ফাঁদে পড়েন ফারজানা। সোবহানা ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। ২৫ বলে ৩০ রান করে এই টপ অর্ডার ব্যাটার যখন বিদায় নেন, তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ মাত্র ৫০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। যা একটু প্রতিরোধ গড়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা। ৩৩ বলে ৩১ রান করে তিনি বিদায় নিলে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের পরের ব্যাটাররা। বরং বাকিরা ছিলেন আসাযাওয়ার মিছিলে। ফলে পুরো ২০ ওভার খেললেও ১১৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের পক্ষে রিতু মনি ১১ এবং ফারজানা করেন ১০ রান। শ্রীলংকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন উদেশিকা, কাভিন্দি এবং ইনোকা ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো বাংলাদেশ কিংবা আমিরাতে খেলতে চায় পাকিস্তান
পরবর্তী নিবন্ধমাঠে গড়ালো মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগ্রাবাদ মাস্টার্স এবং হাক্কানী ক্রিকেট ক্লাবের শুভ সূচনা