কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২৮ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে দেশের প্রথম আধুনিক মানের মডেল কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকে ২৮ ধরনের ওষুধ প্রদানসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষের। বিশেষ করে গর্ভবতী মায়েদের ভেলিভারি, চেকআপ থেকে শুরু করে শিশু স্বাস্থ্য সেবা, টিকা প্রদানসহ যাবতীয় স্বাস্থ্যসেবা দেওয়া হবে এখানে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল ওসমান সরওয়ারের বাবা ইঞ্জিনিয়ার আবদুল আজিজের দানকৃত ৮ শতাংশ জায়গায় ইঞ্জিনিয়ার আবদুল আজিজ নামে এই কমিউনিটি ক্লিনিকটি স্থাপন করা হয়েছে। এই ক্লিনিকের অবস্থান বরইতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্লিনিকের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সাবেক সরকারী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবদুল আজিজ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, কঙবাজারের নির্বাহী প্রকৌশলী সরকার দেলোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মোর্শেদুল আলম, কঙবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী রেজানুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, পরিষদের নারী সদস্য খালেদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে এমপি জাফর আলম বলেন, বরইতলীতে উদ্বোধন হওয়া এই ধরনের কমিউনিটি ক্লিনিক দেশের মধ্যে এই প্রথম। আধুনিক মানের এই ক্লিনিকে মিলবে সব ধরনের স্বাস্থ্যসেবা।