মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগের শিরোপা জিতেছে চট্টগ্রাম আবাহনী। গতকাল হকি লিগের গুরুত্বপূর্ণ ও শেষ খেলায় চট্টগ্রাম আবাহনী লি. ১-০ গোলে গত দুইবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শেষ মিনিটে আবাহনীর শিমুল একমাত্র গোলটি করেন। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের কফিল। লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আবাহনীর শিমুল, সেরা গোলরক্ষক ব্রাদার্স ইউনিয়নের জনি দাশ, উদীয়মান সেরা খেলায়াড় ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের আরজু। এদিকে দিনের প্রথম খেলায় বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাব ৮-১ গোলে মুক্ত বিহঙ্গ ক্লাবকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে এবং মুক্ত বিহঙ্গ ৪র্থ হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাবের রিক্ত। তাকে ক্রেষ্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান বুলবুল। লিগের সুশৃঙ্খল দলের পুরস্কার পায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম)। গতকালের খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী, জাতীয় আম্পায়ার সামাদ মামুন। স্থানীয় আম্পায়ার ছিলেন নিজাম, কাউছার। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য,মো. হারুন আল রশীদ,রেখা আলম চৌধুরী, সিজেকেএস হকি কমিটির ভাইস চেয়ারম্যান ডেরিক র্যান্ডলফ, এ্যাডভোকেট জিয়া উদ্দীন আহম্মদ, সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, মকসুদুর রহমান বুলবুল, সাইফুল আলম বাবু, নিজামউদ্দিন নিজু, তরুন কান্তি ভট্টাচার্য, এস এম ইকবাল মোর্শেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, আনজুমান আরা বেগম, প্রবীন কুমার ঘোষ, আলী হাসান রাজু, আব্দুর রশিদ লোকমান, সাইফুল আলম খাঁন, সাবেক নির্বাহী কমিটির সদস্য কামাল উদ্দীন, ইঞ্জি. জসিম উদ্দীন, সিজেকেএস হকি কমটির সদস্য মহসিনুল হক চৌধুরী, মাসুদুল ইসলাম, দেবেশ চন্দ্র দাস, কাজী মঈনুল হোসাইন, মুশফিকুর রহমান আরমান, আনিসুজ্জামান খান প্রমুখ।












