প্রথম বিভাগ দাবা লিগের শীর্ষে মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রথম বিভাগ দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে অবস্থান করছে। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব, নবীন মেলা, ডবলমুরিং ক্লাব, এম এইচ স্পোর্টিং ক্লাব, রাইজিং স্টার ক্লাব ও বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স যৌথভাবে দ্বিতয়ী স্থানে অবস্থান করছে। ৬ পয়েন্ট নিয়ে সিটি ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও কোয়ালিটি ব্লুজ যৌথভাবে রয়েছে তৃতীয় স্থানে। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত লিগের ৫ম রাউন্ডের খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল ৪০ পয়েন্টে সিটি ক্লাবকে পরাজিত করে শীর্ষ স্থান সুসংহত করে। এছাড়া ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব ২..৫ পয়েন্টে টাউন ক্লাবকে, রেলওয়ে রের্ঞ্জাস ২..৫ পয়েন্টে মাদারবাড়ী উদয়ন সংঘকে, কোয়ালিটি ব্লুজ ৩১ পয়েন্টে বাংলাদেশ রেলওয়ে এস এ কে, চট্টগ্রাম আবাহনী ৩০ পয়েন্টে কল্লোল সংঘকে, ফ্রেন্ডস ক্লাব ২১ পয়েন্টে কল্লোল সংঘ গ্রীণকে এবং পিডিবি আর সি গ্রীন ২১ পয়েন্টে চট্টগ্রাম ক্লাবকে পরাজিত করে। এছাড়া ডবলমুরিং ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব, নবীন মেলা এবং এম এইচ স্পোর্টিং ক্লাব, শতাব্দী গোষ্ঠী এবং হালিশহর লাকী স্টার ক্লাব, আগ্রাবাদ নওজোয়ন এবং রাইজিং স্টার ক্লাবের মধ্যকার খেলা ২২ পয়েন্টে ড্র হয়। ৬ষ্ঠ রাউন্ডের খেলাও গতকাল শেষ হয়েছে।

আজ বিকাল ৪ টা হতে সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিয়োগীতায় ২৫ টি দলের হয়ে ১৩৩ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। নয় রাউন্ড সুইচ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ দাবা লিগ আগামীকাল ৩০মে শেষ হবে। টুর্নামেন্টে চীফ আরবিটর হিসেবে এফ এ প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে নুরুল আমিন, এন্টি চিটিং আরবিটর হিসেবে সৈয়দ আব্দুল আহাদ দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধজাকের আলির জাতীয় দলে খেলাটা ছিল মায়ের স্বপ্ন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বাঁশখালী উপজেলা পর্যায়ে আজ শুরু