প্রথম বিভাগ ক্রিকেট লিগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি চার দল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এই গ্রুপ পর্ব শেষে শিরোপার জন্য সুপার ফোর পর্বে লড়বে চারটি দল। আর সে চার দল হচ্ছে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা এবং রানার্স আপ রাইজিং স্টার ক্লাব জুনিয়র। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস এবং রানার্স আপ শতাব্দী গোষ্ঠী। লিগের গ্রুপ পর্বের ‘এ’ গ্রুপে ছিল ৭টি দল। এই গ্রুপের ৬ ম্যাচের চারটিতে জয় একটিতে পরাজয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার পয়েন্ট ১৩। আর রাইজিং স্টার জুনিয়র ৬ ম্যাচের ৪টিতে জয়, একটি পরাজয় আর একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট ১৩। তবে রান রেটে এগিয়ে থাকায় সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা গ্রুপ সেরা হয়ে সুপার ফোর পর্বে গেছে।

বি’ গ্রুপে দল ছিল ৮টি। এই গ্রুপের ৭ ম্যাচ শেষে ৬টি জয় আর একটি পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। অপরদিকে শতাব্দী গোষ্ঠী ৭ ম্যাচের ৪টিতে জয়, একটি পরাজয় আর দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট ১৪। এই চারটি দল সুপার ফোর পর্বে সরাসরি একে অপরের বিপক্ষে লড়বে। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার সবার উপরের দলটি চ্যাম্পিয়ন হয়ে পরের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। অপরদিকে রেলিগেশন পর্বে লড়বে চারটি দল। যেখানে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শেষের দুটি দল শতদল ক্লাব জুনিয়র এবং স্টার ক্লাব। ‘বি’ গ্রুপ থেকে উল্লাস ক্লাব এবং নিমতলা লায়ন্স ক্লাব লড়বে রেলিগেশন লিগে। এই চারটি দলও সরাসির একে অপরের বিপক্ষে লিগ পদ্ধতিতে খেলবে। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার সবার নিচের দলটি নেমে যাবে দ্বিতীয় বিভাগে। এরই মধ্যে লিগের গ্রুপ পর্ব শেষ হলেও সুপার ফোর পর্ব এবং রেলিগেশন ফোর পর্ব কবে শুরু হবে তা এখনো নির্ধারিত হয়নি। লিগের ভেন্যু সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে এখন চলছে ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট।

পূর্ববর্তী নিবন্ধটি২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধআজ একরকম ফাইনাল ম্যাচ প্রিমিয়ার ক্রিকেট লিগে