প্রথম বিভাগ ক্রিকেট লিগে রেলওয়ের জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট সিজেকেএস প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে রেলওয়ে এস এ। গতকাল সোমবার সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে তাদের দ্বিতীয় ম্যাচে রেলওয়ে এস এ ৪ উইকেটে শতদল জুনিয়রকে পরাজিত করে। টসে জিতে শতদল জুনিয়র প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৪ রান। দলের পক্ষে জাহিদ বিন জিহাদ অপ: ৪৫, ফারহান ও ফাহিম উভয়েই ২৩ রান করেন। এছাড়া সোহাগ আলী ১৭,খালেদ বিন সাগর ও মো. শাহেদ দুজনই ১২ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। রেলওয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন আরিফ। সাকিব পান ২টি। জবাবে রেলওয়ে ৪০.২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৬৭ রান করে। ওপেনার সাবি আহমেদ নিরব মাত্র ১৮ বলে ৩৪ রান করেন। এ ছাড়াও বিল্লাল ৩৭, সাকিব ২৬, মেহরাব খান অপ: ১৮ ও আরিফ অপ: ১৯ রান করেন। আরিফ চৌধুরী করেন ১৫ রান। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। শতদল জুনিয়রের মাসুম ৩টি ও ফাহিম ২টি উইকেট পান।

আজকের খেলা: স্টার ক্লাব বনাম শতদল ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া ছালেহ নুর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় দল ফাইনালে