চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে শতাব্দী গোষ্ঠী। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে শতাব্দী গোষ্টী ৭ উইকেটে পরাজিত করে রিজেন্সী স্পোর্টস ক্লাবকে। টসে হেরে ব্যাট করতে নামা রিজেন্সী এস সি ৩ রানে হারায় দুই ওপেনারকে। দুই ওপেনারের দুজনই রানের খাতা খুলতে পারেনি। এরপর আরমান, তন্ময় এবং তৌহিদুলরা চেষ্টা করলেও শতাব্দী গোষ্ঠীর বোলারদের সামনে পড়ে সুবিধা
করতে পারেনি। ফলে মাত্র ২৮.১ ওভারে ৯৮ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছেন মাত্র চারজন। যার মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন তন্ময়। এছাড়া আরমান ২৫, তৌহিদুল ২০ এবং আকিবুল করেন ১১ রান। পাঁচজন ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। একজন
ফিরেন ২ রান আর অন্যজন ফিরেন ১ রান করে। শতাব্দী গোষ্ঠীর পক্ষে ২৪ রানে ৪ উইকেট নেন শহীদ আবদুল্লাহ। আর ফাহাদ আহমেদ নেন ২৮ রানে ৩ উইকেট।
৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শতাব্দী গোষ্ঠী। ১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তবে হাল ধরেন তানজিলুল ইসলাম। দ্বিতীয় উইকেটে সাহেদ এবং চতুর্থ উইকেটে শহীদ কিছুটা সঙ্গ দিলে মাত্র ১৫.৩ ওভারে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ চাড়ে তানজিলুল। তিনি অপরাজিত থাকেন ৩৯ বলে ৫টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৫৩ রান করে।