প্রথম নারী মেয়র পাচ্ছে বার্লিন

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

জার্মানির রাজধানী বার্লিনে প্রথমবারের মতো মেয়র হতে চলেছেন একজন নারী। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) প্রার্থী। নাম ফ্রান্সিসকা গিফাই। জার্মানির নির্বাচনে এসপিডি-ই এখন সরকার গড়তে চলেছে। হার হয়েছে বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ)। খবর বিডিনিউজের।
এসপিডি’র ৪৩ বছর বয়সী গিফাই এর আগে মের্কেলের জোট সরকারের অধীনে পরিবার বিষয়ক মন্ত্রী ছিলেন। মেরকেল আমলে সিডিইউর জোটসঙ্গী ছিল এসপিডি। বার্লিনে এতদিন মেয়রের দায়িত্বে থাকা এসপিডির মাইকেল মুলার এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন গিফাই।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচনে এসপিডি পেয়েছে ২১.৪ শতাংশ ভোট; ২০১৬ সালের চেয়ে যা কিছুটা কম। আর গ্রিন পার্টি পেয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ ভোট, যা আগেরবারের ১৫.২ শতাংশের চেয়ে বেশি এবং কট্টর-বাম ডি লিংকে পার্টি আগের ১৫.৫ শতাংশ থেকে এবার কম ১৪ শতাংশ ভোট পেয়েছে।
এসপিডি এবারে সিটি হলে গ্রিন এবং লিঙ্কে পার্টির সঙ্গে বর্তমান কোয়ালিশনই বজায় রাখবে বলে মনে করা হচ্ছে।
গিফাইকে একসময় জাতীয় পর্যায়ের নির্বাচনী লড়াইয়ে এসপিডির নেতৃস্থানীয় প্রার্থী হিসাবেই দেখা হত। কিন্তু তার পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তি নিয়ে কেলেঙ্কারির মুখে গত মে মাসে তিনি মন্ত্রীত্ব থেকে থেকে পদত্যাগ করেন।

পূর্ববর্তী নিবন্ধদাড়ি কামানোয় তালেবানের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধমহিলাদের ভয় দেখিয়ে ছিনিয়ে নেয় মূল্যবান জিনিসপত্র