প্রথম দিন পরিচয় পর্বটা সেরেছেন সিমন্স

স্পোর্টস ডেস্ক  | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন ফিল সিমন্স সকালে। এর একদিন আগেই হেড কোচ হিসেবে ঘোষণা হয় তার নাম। হাতে খুব বেশি সময় নেই এই ক্যারিবয়ান কোচের। তাই যেন একটুও সময় অপচয় করতে চাইলেন না ফিল সিমন্স। দুপুর গড়ানোর আগেই তিনি হাজির মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর সেখানে সকাল থেকেই অনুশীলন করছিলেন টেস্ট দলের কয়েকজন সদস্য। এর মধ্যে মুশফিকুর রহিমমুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও ছিলেন। সিমন্স অবশ্য সরাসরি দলের অনুশীলনে যোগ দেননি। তবে কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই আলাপ করতে দেখা গেছে তাকে। এর মধ্যে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি অবশ্য গতকাল অনুশীলন করেননি। সিমন্স শুরুতেই কথা বলেন তার কোচিং স্টাফের দুই সদস্যের সঙ্গে। ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে। পরিচয় পর্বের পর হয়তো বুঝে নিয়েছেন পরের কাজটা কী হবে তাদের। অনেকটা সময় সিমন্সের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাদের সঙ্গে নিয়েই কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ। হয়তো জানতে চেয়েছেন কেমন হতে পারে উইকেট। কতটা সুবিধা পাবে স্বাগতিকরা। মিরপুরের কিউরেটর গামিনিও নিশ্চয়ই সেটা বুঝিয়ে দিয়েছেন নতুন কোচকে। সিমন্সের হাতে খুব বেশি সময় নেই। কারন আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট । সে হিসেবে মাঝখানে চারদিন সময় পাবেন অনুশীলন করার। দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই মুলত শুরু হবে ফিল সিমন্সের নতুন দায়িত্ব। এর আগে প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিতে চেয়েছেন সিমন্স।

পূর্ববর্তী নিবন্ধআরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের যুব দল ঘোষণা
পরবর্তী নিবন্ধর‌্যাঙ্কিংয়ে তাসকিন হৃদয়দের উন্নতি