প্রথম দিন চীনা টিকা পেলেন ১৯৬ মেডিকেল শিক্ষার্থী

অগ্রাধিকার তালিকাভুক্ত অন্যরা পাবেন আজ থেকে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

সিনোফার্মের তৈরি চীনা টিকার প্রয়োগ শুরু হলো চট্টগ্রামেও। মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে গতকাল শনিবার টিকাদান কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) টিকাদানের আয়োজন করা হয়েছে মেডিকেল শিক্ষার্থীদের। প্রথম দিন এমবিবিএস ও বিডিএসের মোট ১৯৬ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন বলে জানান চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার।
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস অধ্যয়নরত ৩ হাজার ৮২০ জন শিক্ষার্থী টিকা গ্রহণে তালিকাভুক্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, সিডিউল অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রয়োজন হলে সময়সীমা বাড়াতেও পারে।
চমেক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম দিন তিনটি বুথে টিকা দেওয়া হলেও আজ রোববার থেকে দুটি বুথ বাড়ানো হচ্ছে। এখানে মেডিকেল শিক্ষার্থীর বাইরে চিকিৎসক-নার্সসহ অগ্রাধিকার তালিকায় থাকা অন্যদের টিকা দেওয়া হবে।
মেডিকেল কলেজের নতুন অ্যাকাডেমিক ভবনের নিচতলায় এ বুথ করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে বলেন, মেডিকেল শিক্ষার্থীর বাইরে অগ্রাধিকার তালিকায় যারা আছেন, রোববার (আজ) থেকে তাদেরও টিকা দেওয়া হবে। অনলাইন রেজিস্ট্রেশন কার্ডটি সাথে নিয়ে আসলেই তারা টিকা নিতে পারবেন। তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তালিকা প্রাপ্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
উল্লেখ্য, মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীসহ মোট দশ ক্যাটাগরির মানুষকে সিনোফার্মের টিকা প্রদানে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধনিরাপদ আশ্রয়ে নেয়া হলো ৪০ পরিবারকে