প্রথম দিনেই চট্টগ্রাম ক্রিকেটের দলবদলকে উৎসবে পরিণত করল মুক্তিযোদ্ধা

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক 

চট্টগ্রামের প্রিমিয়ার ক্রিকেট লিগের দল বদলের প্রথম দিনেই উৎসব মুখর করে তুলেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে শক্তিশালী দল নিয়ে আবির্ভুত হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল দল বদলের প্রথম দিনেই মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছে একঝাক তরুণ এবং তারকা ক্রিকেটার। আবাহনী থেকে মুক্তযোদ্ধায় নাম লিখিয়েছেন সাজ্জাদুল হক রিপন। এছাড়া ইস্পাহানী থেকে এসেছেন ইমরুল করিম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে রতন দাশ, চট্টগ্রাম আবাহনী থেকে, মো. মনিরুজ্জামান, কোয়ালিটি স্পোর্টস ক্লাব থেকে মারশাদ মেহেদি, কে এম স্পোর্টিং ক্লাব থেকে মো. ওয়াকি উদ্দিন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে মো. শহীদুল ইসলাম, পাইরেটস অব চিটাগাং থেকে জুলহাস সাগর, , চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ইনজামামুল হক, রাইজিং স্টার জুনিয়র থেকে মো. আল আমিন হোসেন, আগ্রাবাদ নওজোয়ান থেকে এইচ এম সাফায়েত হোসেন, কে এম স্পোর্টিং ক্লাব থেকে মো. আসিফ উদ্দিন। গতকালের দলবদল অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম ,মো: মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ আকতার পারভেজ হিরো, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ক্রিকেট কমিটির সহসম্পাদক এহসানুল হক চৌধুরী ইমাদ, টিম ম্যানেজার ইমতিয়াজ রকি, ক্রিকেট কমিটির পরিচালক তৌহিদ আহমেদ, তৌফিক ফরহাদ নুর, জাবেদ সিদ্দিকী সানভী, মসিউর রহমান, জারীফ রহমান, মো. নাজিম উদ্দীন, রাজিবুল হাসান রাজন, সমন্বয়কারী সাবেক ক্রিকেটার জুনায়েদ রহমান তানিন, নকিব আলম বাদশা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধার খেলোয়াড় এবং কর্মকর্তারা জানান তারা একটি ভাল এবং ভারসাম্যপূর্ন দল গড়ার চেস্টা করেছেন। এখন মাঠে নিজেদের সেরাটা দিয়ে ক্লাবের জন্য শিরোপা জিততে চায় মুক্তিযোদ্ধার ক্রিকেটাররা।

দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ কে এম আবদুল হান্নান আকবর, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, শওকত হোছাইন এবং হাসান মুরাদ বিপ্লব প্রমুখ সিজেকেএস ও ক্রিকেট কমিটির কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ৫ রানের হারে বিদায় নিলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচিঠি পাঠিয়েছে ৬০ বছর আগের প্রেমিকা, রেগে স্বামীকে হত্যার চেষ্টা