১৮৮ রান তাড়া করে প্রথমবারের মত কোন টি-টোয়েন্টি ম্যাচ জিতল পাকিস্তান। আর সে জয়টি পাকিস্তানকে নিয়ে গেল অনন্য এক উচ্চতায়। বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম কোন দল হিসেবে একশ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবারের জয়টি ছিল পাকিস্তানের শততম টি-টোয়েন্টি ম্যাচ জয়। যা আর কোন দল করতে পারেনি এখনো। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ জয়ের দেখা পাওয়া প্রথম দল পাকিস্তান। জোহানেসবার্গে শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার ১৮৮ রান তাড়া করে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৪ উইকেটে। সুপার ওভারের জয় ছাড়া তাদের জয়ের সেঞ্চুরি পূর্ণ হয় এই জয় দিয়েই। টি-টোয়েন্টি ম্যাচ সবচেয়ে বেশি খেলেছে অবশ্য পাকিস্তানই। ১৬৪ ম্যাচ খেলে এসেছে তাদের এই ১০০ জয়। সুপার ওভার বা অন্য সমীকরণ ছাড়া ভারতের জয় ৮৮টি। জয় সংখ্যায় তারা আছে দুইয়ে। ম্যাচ খেলেছে তারা ১৪২টি। ৭১ জয় নিয়ে যৌথভাবে তিনে আছে তিন দল। দল গুলো হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৯৯ ম্যাচে ৩২ জয় নিয়ে এই তালিকার দ্বাদশ স্থানে আছে বাংলাদেশ। কমপেক্ষ ২৫ ম্যাচ খেলা দলের মধ্যে জয়ের হারে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান। ৮৪ ম্যাচের ৫৯টি জিতেছে আফগানরা। জয়ের হার তাদের ৬৯.৬৪ শতাংশ। ভারতের জয়ের হার ৬৪.৮৫ শতাংশ আর পাকিস্তানের ৬২.৬৫ শতাংশ।