ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বল করতে গিয়ে কুচকিতে ব্যাথা পান সাকিব আল হাসান। এরপর তাকে পর্যবেক্ষনে রাখা হয়। সে সাথে শংকা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ছিল শংকা। তবে শেষ পর্যন্ত সে শংকা উড়ে গেছে। ইনজুরি গুরতর না হওয়ায় মাঠে নামতে কোনো ঝামেলা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের। গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে পাওয়া যাবে। স্ক্যানে জানা গেছে তার কুঁচকির ইনজুরি গুরুতর নয়। টেস্ট সিরজে তার খেলতে কোন সমস্যা নাই। আর সেটাই এখন বাংলাদেশ দলের জন্য সবচাইতে বড় স্বস্তির খবর। আগামীকাল হয়তো অনুীশলনে নামতে পারবেন সাকিব।
এদিকে বিসিবি’র চিকিৎক মঞ্জুর হোসেন জনিয়েছেন সাকিবের স্ক্যান রিপোর্ট খুব ভাল এবং ভয়ের কোনো কারণ নেই। ফিজিও জুলিয়ান তাকে দেখেছে এবং তার উন্নতি হয়েছে। আমরা আশাবাদী যে সাকিব শিগগিরই অনুশীলনে ফিরবে। সম্ভত ১/২ দিন বিশ্রামে থাকতে হবে। তার স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বিবেচনা করা যায় প্রথম টেস্ট খেলা নিয়ে কোনো সংশয় নেই। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ক্যাবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ব্যাট হাতে ৫৬.৫ গড়ে ১১৩ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট নেন তিনি।