প্রথম চারদিনের ম্যাচ শুরু আজ চট্টগ্রামে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিম সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

মাত্র কদিন হলো দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী টিম ওয়ানডে খেলে গেছে চট্টগ্রামে। এবার এলো দক্ষিণ আফ্রিকা পুরুষ ইমার্জিং টিম। যদিও বাংলাদেশ সফরে আসছে তারা আগেই। এরই মধ্যে রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিম এবং বাংলাদেশ ইমার্জিং টিম। সে সিরিজে স্বাগতিকরা ২১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। প্রথম ওয়ানডেতে দক্ষিন আফ্রিকা ইমার্জিং টিমকে ৩৪ রানে হারিয়েছিল বাংলাদেশ ইমার্জিং টিম। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১০ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল সফরকারীরা। সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের ৩ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং টিম। সিরিজে দুটি চারদিনের ম্যাচ খেলবে দুদল। যার প্রথমটি শুরু হবে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৭ মে থেকে। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। ওয়ানডে সিরিজ জিতে নেওয়ার সুখ স্মৃতি নিয়ে চারদিনের ম্যাচেও ভাল কিছু করার প্রত্যয় স্বাগতিক শিবিরে। এই সিরিজও জিততে চায় বাংলাদেশ দল। এদিকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত দলে রয়েছেন : শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল ও মেহেদী হাসান।

পূর্ববর্তী নিবন্ধমেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে সানরাইজ এবং সাইনিং একাডেমির জয়
পরবর্তী নিবন্ধক্রিকেটে ফেরাটা সুখকর হলো না সাকিবের