প্রথম এশিয়ান হিসেবে টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান শোয়েব মালিকের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর মাঠে নেমে দারুণ এক কীর্তি গড়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে স্বীকৃত টিটোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। গত শনিবার বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল শোয়েব মালিকের দল ফরচুন বরিশাল। এই ম্যাচে ১৮ বলে ১৭ রান করেন শোয়েব। মাঠে নামার আগে ১৩ হাজার রান পূর্ণ করতে ৭ রান দরকার ছিল তার। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিতের পথেই ১৩ হাজারি ক্লাবে প্রবেশ করেন শোয়েব।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক হাউজিং সোসাইটিতে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নূর মোহাম্মদ শাহ তরুণ পরিষদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন