প্রথমবার একসঙ্গে সাজিদ-শুভ

| সোমবার , ৯ মে, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

বেশ কিছু জনপ্রিয় গানের পেছনের মানুষ সাজিদ সরকার। নিজের মেধা, মনন আর কাজের প্রতি একাগ্রতা দিয়ে সংগীত পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রশংসা কুড়িয়েছেন সাধারণ শ্রোতা থেকে শুরু করে সংগীত বোদ্ধাদেরও। অন্যদিকে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ নিজের গায়কি দিয়ে শ্রোতাদের কাছে তৈরি করেছেন নিজের আলাদা বলয়। পাশাপাশি গান লিখে ও সুর করে প্রশংসিত হয়েছেন তিনি।

সংগীতের এই জনপ্রিয় দুই মুখ প্রথমবারের মতো একসঙ্গে শ্রোতাদের উপহার দিলেন নতুন গান। ‘এলে না তুমি’ শিরোনামের গানটি ঈদুল ফিতরে প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। গানটির কথা এবং সুর করেছেন জিসান খান শুভ নিজেই।

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটিতে জিসান খান শুভর সঙ্গে অভিনয় করেছেন মিনাক্ষী রায় ও শুভ্র সড়খেল। প্রথমবার জিসান খান শুভর গানের সংগীতায়োজন করা নিয়ে সাজিদ সরকার বলেন, ‘জিসান খান শুভর কথা, সুর এবং গায়কি আমার বরাবরই ভালো লাগে। কাজটি করতে গিয়ে আমরা দু’জনই উপভোগ করেছি। একটু ভিন্ন ধারার গান। অনেক যত্ন নিয়ে গানটির সংগীতায়োজন করেছি।

প্রকাশের পর শ্রোতাদের ভালো ভালো মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে তাদের কাজটি পছন্দ হয়েছে। উচ্ছ্বসিত জিসান খান শুভ বলেন, আমি সাজিদ ভাইয়ের মিউজিকের ফ্যান। অনেকদিন থেকেই ইচ্ছা ছিলো তার সঙ্গে কাজ করার। অবশেষে কাজটি হলো। শ্রোতারাও গানটা খুব পছন্দ করেছেন। প্রকাশের পর সবাই সাধুবাদ জানাচ্ছেন। ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ঈদ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এলে না তুমি’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনাকালীন যুব রেড ক্রিসেন্টের ভূমিকা অবিস্মরণীয়
পরবর্তী নিবন্ধমেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন তিশা