প্রথমবার একসঙ্গে গাইলেন বাবু-সালমা

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

এর আগে ফজলুর রহমান বাবু ও সালমার দ্বৈত কণ্ঠে শ্রোতারা গান শোনেননি। এবারই প্রথম তারা একসঙ্গে কণ্ঠ দিলেন ‘সখি’ শিরোনামের একটি গানে। সুলতান এন্টারটেইনমেন্ট থেকে গানটি গত শুক্রবার রাতে মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। গান প্রসংগে ফজলুর রহমান বাবু বলেন, শ্রোতারা চমৎকার সুরের গান পছন্দ করেন। এই গানটির সুর ও কথা আমার খুবই ভালো লেগেছে, স্বাচ্ছন্দ্যে গানটি গাইতে পেরেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।সালমা বলেন, বাবু ভাইয়ের সংগে এই প্রথম ডুয়েট গান করলাম। ভালো লাগার মতো একটি গান ‘সখি’। গীতিকবি তারেক আনন্দ বলেন, দুজনের গায়কী মাথায় রেখেই গানের কথা লিখেছি। সেভাবেই সুর করেছেন এমএমপি রনি। আশা করছি গানটি শ্রোতারা পছন্দ করবেন।

পূর্ববর্তী নিবন্ধআরিয়ান কাণ্ডে সুশান্ত-যোগ
পরবর্তী নিবন্ধট্রেইলারে ‘ঢাকা ড্রিম’ মুক্তি ২২ অক্টোবর