প্রথমবারের মতো এবার চলবে দুটি স্ট্যান্ডিং টিকেটের ট্রেন

ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনে পাহাড়তলী কারখানায় ৯০টি কোচের মধ্যে ৬০টির মেরামত কাজ শেষ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:১৮ পূর্বাহ্ণ

প্রতি বছরের মতো এবারও আসন্ন পবিত্র ঈদুল ফিতরে রেলওয়ে পূর্বাঞ্চলে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে পাহাড়তলী কারখানায় গত ফেব্রুয়ারি থেকে ৯০টি কোচ মেরামতের কাজ শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। এরমধ্যে ৬০টিরও বেশি কোচ মেরামত করে রেলওয়ের পরিবহন বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী কারখানার কর্ম ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আমীর উদ্দিন। অবশিষ্ট কোচগুলো আগামী ২৫ তারিখের মধ্যে মোরমতের কাজ শেষ করে পরিবহন বিভাগকে বুঝিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও ঈদে রেলওয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে রমজান শুরুর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে পাহাড়তলী কারখানায় ট্রেনের অতিরিক্ত কোচ মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের দুটি কারখানাএকটি পাহাড়তলী এবং অপরটি সৈয়দপুর। এই দুটি কারখানায় রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সকল পুরাতন কোচ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ গুলো মেরামত করে একেবারে নতুন করে তোলা হয়। আর প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদ উল আজহায় অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে এই দুটি কারখানায় পুরাতন কোচ মেরামত করা হয়। কারখানায় মেরামতকৃত কোচগুলো ঈদের সময় প্রতিটি ট্রেনে চাহিদা মাফিক যুক্ত করা হয়ে থাকে।

প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে প্রতিটি ট্রেনে ২টি থেকে ৪টি পর্যন্ত অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়। নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ঈদ স্পেশাল চালু করা হয়।

এই ব্যাপারে পাহাড়তলী কারখানার কর্ম ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আমীর উদ্দিন আজাদীকে জানান, ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামত করছি আমরা। আমাদের শ্রমিকরা রাতদিন কাজ করছেন। মেরামতের কাজ প্রায় শেষ। এবার প্রথমবারের মতো ২৪টি কোচ দিয়ে (একটি ট্রেনে ১২টি করে কোচ) ২টি স্ট্যান্ডিং টিকিটের ট্রেন চালানো হবে ঈদে। এই ট্রেনের ভেতরের সিট গুলো হবে মেট্টোরেলের মত। পাশাপাশি লম্বা করে সিট থাকবে। বসেও যেতে পারবেন, দাঁড়িয়েও যেতে পারবেন যাত্রীরা। আমরা সিট গুলো সেভাবেই তৈরি করেছি। অতিরিক্ত কোচ গুলো ঈদে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে, মেইল এবং লোকাল ট্রেনে এবং স্পেশাল ট্রেনে যুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না, প্রকাশিত খবর সত্য নয় : প্রেস উইং
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা