প্রত্যেক নাগরিকের উচিত আইন ও দেশের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা জানা

চবিতে নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা উদ্বোধনকালে বিচারপতি আসাদুজ্জামান

| শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত সংসদীয় প্রতিযোগিতা, নিলসএলইবি জাতীয় ছায়া আইনসভার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার চবি আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন যৌথভাবে করছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। অনুষ্ঠান উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিম, চট্টগ্রাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম শান্তু, চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান এবং সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ। প্রধান অতিথি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, আইন শুধু আদালতের জন্য নয়, প্রত্যেক নাগরিকের উচিত আইন ও দেশের সামাজিকরাজনৈতিক বাস্তবতা জানা। চার বছর পড়েও অনেক আইন শিক্ষার্থী পরিবর্তন আনতে পারে না। এনএনএলএ২০২৫ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি এই সত্যের অনুস্মারক যে, যুব সমাজই দেশের সামাজিকঅর্থনৈতিক বাস্তবতার ঘনিষ্ঠ পর্যবেক্ষক এবং তারাই পারে জাতির প্রকৃত চাহিদা অনুযায়ী আইন গঠন করতে।

উদ্বোধক চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেন, এ কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ, যা আমাদের ভবিষ্যৎ আইন প্রণেতাদের গড়ে তুলতে সহায়তা করবে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তানজিম মালিহা তাহা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইতমিনান মনির বাসিলিসের সঞ্চালনায় সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীরা এসেছেন এবং ১০০ জনেরও বেশি শিক্ষার্থী আয়োজক হিসেবে অবদান রেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধমা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজে নৈতিক অবক্ষয়ের প্রমাণ