তৃতীয় ধাপে আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রচারণায় সরব হয়ে উঠেছে নির্বাচনী এলাকাগুলো।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ নির্বাচনে পটিয়ায় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ আনারস প্রতীক ও মো. দিদারুল আলম দোয়াত–কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন। গতকাল সোমবার নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার (উড়োজাহাজ), আশীষ তালুকদার (তালা), ডা. এমদাদুল হাসান (বই), ঝুলন দত্ত (চশমা), মোজাম্মেল হোসেন (টিয়া পাখি), সাইফুল হাসান টিটু (মাইক), মুহাম্মদ নাজিম উদ্দীন (টিউবওয়েল), মুহাম্মদ বেলাল (বৈদ্যুতিক বাল্ব); মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম (কলস), আফরোজা বেগম (হাঁস), কানিজ ফাতেমা (পদ্ম ফুল), নুর আয়েশা বেগম (ফুটবল), সাজেদা বেগম (প্রজাপতি) ও সুমি দে (বৈদ্যুতিক পাখা)।
প্রতীক বরাদ্দ পেয়েই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্নভাবে প্রচার প্রচারণায় মেতে উঠেছেন। গতকাল দুপুর ২টার পর থেকেই প্রার্থীরা রিকশা ও টেঙিতে মাইক লাগিয়ে বিভিন্ন প্রার্থীর প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার–প্রচারণায় বেশ সরব হয়ে উঠেছেন। প্রতীক বরাদ্দ পেয়ে ফেসবুকে প্রার্থীদের কর্মী–সমর্থকরা ভোট প্রার্থনা ও প্রচারণায় মেতে উঠেছেন।
বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, গতকাল প্রতীক বরাদ্দ পেয়েছেন পেয়েছে বোয়ালখালীর ১৫ জন প্রার্থী। সকালে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী, পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রামানিকের স্বাক্ষরে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম (কাপ–পিরিচ), জাহেদুল হক (হেলিকপ্টার), নুরুল আমিন চৌধুরী (মোটরসাইকেল), রেজাউল করিম (দোয়াত–কলম), মোহাম্মদ শফিউল আলম (ঘোড়া), বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম নুরুল ইসলাম (টেলিফোন) ও মো. শফিক (আনারস)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল), মোহাম্মদ রিদওয়ানুল হক (চশমা), মোহাম্মদ সেলিম উদ্দীন (তালা), শফিকুল আলম (টিয়া পাখি) ও সজল কান্তি চৌধুরী (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম (প্রজাপতি), মর্জিনা বেগম (কলসি) ও মোছাম্মৎ উম্মে সালমা (ফুটবল)।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তারা হলেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু (ঘোড়া), আরিফুল ইসলাম চৌধুরী (দোয়াত–কলম), জসিম উদ্দীন আহমেদ (মোটরসাইকেল), আহমদ হোসেন ফকির (আনারস); ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী (বৈদ্যুতিক বাল্ব), অধ্যাপক মো. একরাম হোসেন (তালা), রুপম দেব (উড়োজাহাজ)। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আকতার চৌধুরী একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী (দোয়াত–কলম), উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন (তালা), উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু জাফর চৌধুরী (টিয়াপাখি), সন্তোষ কুমার দে (বই), এম. এ মান্নান মান্না (চশমা), সালাউদ্দিন সারো (টিউবওয়েল), প্রদীপ দত্ত কনক (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম (ফুটবল), পারভীন আকতার (কলসি), এড. চুমকি চৌধুরী (হাঁস)।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ এ তথ্য নিশ্চিত করেন।