প্রতি ট্রাকে ২শ জনের বদলে পাবে ৪শ জন

টিসিবির ট্রাকসেলে আজ থেকে বাড়ছে পণ্যের পরিমাণ । কক্সবাজার ও তিন পার্বত্য জেলায়ও কার্যক্রম শুরু হচ্ছে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

টিসিবির ট্রাকসেলে পণ্যের পরিমাণ আজ থেকে বাড়ছে। এতদিন প্রতি ট্রাকে মাত্র ২শ জন ভোক্তার পণ্য দেওয়া হতো। পরিমাণে তা কম হওয়ায় এ নিয়ে প্রতিদিন নগরীতে টিসিবির প্রতিটি ট্রাকের সামনে হুড়োহুড়ি, মারামারি লেগে থাকত। টিসিবির ট্রাক আসার আগেই সাধারণ মানুষের দীর্ঘ লাইন পড়ে যেত।

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আজ বুধবার থেকে টিসিবির প্রতিটি ট্রাকে ২শ জনের বদলে ৪শ জনের পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন টিসিবির চট্টগ্রাম অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুর ইসলাম। তিনি আজাদীকে বলেন, নগরীর ২০টি পয়েন্টে প্রতিদিন টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রি করা হয়। বুধবার থেকে নগরীর প্রতিটি ট্রাকসেলে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। এতদিন ২শ জনের পণ্য দেওয়া হতো। বুধবার থেকে প্রতি ট্রাকে ৪শ জনের পণ্য দেওয়া হবে। এতদিন খেজুর ৫০০ গ্রাম করে দেওয়া হতো। বুধবার থেকে ১ কেজি করে দেওয়া হবে।

তিনি জানান, প্রতি কেজি খেজুরের দাম ১৫৫ টাকা, দুই কেজি ছোলার দাম ১২০ টাকা, এক কেজি চিনির দাম ৭০ টাকা, ২ লিটার তেলের দাম ২শ’ টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকা। এই কার্যক্রম আগামী ঈদ পর্যন্ত চলবে।

আজ থেকে প্রথমবারের মতো কক্সবাজার ও তিন পার্বত্য জেলায়ও টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে টিসিটির পণ্য বিক্রি করা হতো না।

চট্টগ্রামে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাকটিভ না হওয়ায় গত জানুয়ারি মাসে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি বন্ধ ছিল। ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রি পুনরায় শুরু হয়। খোলা ট্রাকে পণ্য বিক্রিতে যে কোনো ক্রেতা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য নিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবে টার্মিনাল নির্মাণে নতুন অ্যাকশন প্ল্যান
পরবর্তী নিবন্ধসাহরি : রোজার কষ্টকে হালকা করার ঐশী আয়োজন