বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লব বার্ষিকী উপলক্ষে বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ কমরেড আল কাদেরী জয়। বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য কমরেড স ম ইউনুচ, মহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, নুরুল হুদা নিপু।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো সচেতন মানুষকে আতঙ্কিত না হয়ে পারে না। এক দিকে আকাশ ছোঁয়া উন্নয়ন অন্যদিকে বৈষম্যের পাহাড়। মানুষের দুর্দশার শেষ নেই। বক্তারা বলেন, সবদেশে খাদ্যপণ্যের দাম কমেছে কিন্তু বাংলাদেশে তা ক্রমাগত বেড়ে চলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে চাল-ডাল, আটা-ময়দা, তেল, চিনিসহ সকল পণ্যের উপর মুনাফালোভী সিন্ডিকেট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।