প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর ছাত্রলীগের দুই প্রুপের পৃথক কর্মসূচি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। গতকাল সোমবার সংগঠনের দুই গ্রুপ আলাদা আলাদা ভাবে কর্মসূচী পালন করেছে। মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে সংগঠনের মূল অংশটি সিআরবি শিরিষ তলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
অনুষ্ঠানে ছাত্রলীগের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পায়রা উড়ানোর পর কেক কাটেন নেতৃবৃন্দ।
অপরদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিনের অনুসারী নগর ছাত্রলীগের অপর অংশের এক বিশাল আনন্দ র‌্যালি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফর আলী ও শেখ মাহমুদ ইছহাক। মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মিথুন মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় এই গ্রুপের সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি আজ কোটি তারুণ্যের প্রাণের উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা, ভালো লাগা আর মহাকালের ইতিহাস সৃষ্টিকারী একটি নাম। একটি স্ব-স্বাধীন জাতির সকল অর্জনের সঙ্গে গভীরভাবে মিশে থাকার নাম বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ এমন এক বিরল অনুপম অর্জনের অধিকারী যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ছাত্র সংগঠনের নেই।

পূর্ববর্তী নিবন্ধস্বামীকে জামিনে ছাড়াতে প্রতারকের খপ্পরে ব্যাংক কর্মকর্তা
পরবর্তী নিবন্ধছাত্রলীগের সোনালি অতীতকে ধরে রাখতে হবে