প্রতিষ্ঠাবার্ষিকীতেও এক হতে পারল না নগর যুবলীগ

তিন গ্রুপে বিভক্ত হয়েই অনুষ্ঠান উদযাপন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:০০ পূর্বাহ্ণ

সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতেও এক হতে পারল না নগর যুবলীগ। তিন গ্রুপে বিভক্ত হয়েই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতারা। নগর যুবলীগের শীর্ষ নেতাদের গ্রুপিং ও বিভক্তির কারণে এর প্রভাব পড়েছে তৃণমূলেও। প্রতিটি থানা-ওয়ার্ডেও গ্রুপিং সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে অংশ গ্রহণ করেছেন। গতকাল ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। চট্টগ্রাম মহানগরীতে মূলত নগর যুবলীগ ছিল দুই গ্রুপে বিভক্ত। নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গ্রুপ ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন গ্রুপ। নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গ্রুপে ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু, ৪ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমন। অপরদিকে সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন গ্রুপে ছিলেন নগর আওয়ামী যুবলীগ সদস্য সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর যুবলীগের সদস্য নঈম উদ্দিন খান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম, শাখাওয়াত হোসেন সাকু, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, দিদারুল আলম, নগর যুবলীগের সদস্য খোরশেদ আলম, রহমান, তানভীর আহমেদ রিংকু।
কিন্তু সম্প্রতি প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গ্রুপের আহবায়ক মহিউদ্দীন বাচ্চুর নেতৃত্বে আলাদা একটি গ্রুপ ও ৪ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমনের নেতৃত্বে আলাদা একটি গ্রুপ সৃষ্টি হয়। এরমধ্যে দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনাও দেখা যায়।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চুর নেতৃত্বে সকাল ১০টা থেকেই নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। চলে বিকাল বিকাল ৩টা পর্যন্ত।
এদিকে নগর যুবলীগের ৪ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমনের নেতৃত্বে বিকাল ৩টা থেকে নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। সভা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দুই গ্রুপের অনুষ্ঠানে গিয়েই দেখা যায় বিভক্তির ছাপ। শীর্ষ নেতাদের বিভক্তির ছাপ পড়েছে দলের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। তবে তার মাঝেও নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নগরীর যে সব ইউনিট থেকে মিছিল এসেছে প্রতিটি মিছিলে ছিল নিজস্ব(এলাকার সংশ্লিষ্ট নেতার) ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন।
ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হল।
মহিউদ্দীন বাচ্চুর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী ঃ সকাল ১০টায় সংগঠনের আহবায়ক মহিউদ্দীন বাচ্চুর সভাপতিত্বে নগর যুবলীগের সদস্য আকবর হোসেন, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, শাখাওয়াত স্বপন ও আবু সাঈদ জনের যৌথ সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নঈম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিজয় মেলা পরিষদের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ, নগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সরওয়ার মোরশেদ কচি, হাফিজ উদ্দীন আনছারী, আবুল কালাম আবু, একরাম হোসেন, হেলাল উদ্দীন, শহীদুল ইসলাম মকবুল, অধ্যাপক কাজী মুজিব, রঞ্জিত দে, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহম্মেদ দিঘল, আব্দুর রাজ্জাক দুলাল, সাবের আহম্মেদ, আহসাব রসূল জাহেদ, নাছের তালুকদার, প্রবীর দাশ তপু, আব্দুল আজিম, মঈনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, ভি.পি ওয়াসিম উদ্দীন চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, জাবেদ খান, নুরুল আলম মিয়া, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী, তৌহিদ আজিজ, আজিজুদ্দীন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, শাহেদুল ইসলাম সাহেদ, সরওয়ার খান, মেজবাহ উদ্দীন নোবেল, সাইফুল রহমান রাজু, মো. কফিল উদ্দীন, আফতাব উদ্দীন রুবেল।
সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নঈম উদ্দিন চৌধুরী বলেন- অতীত ঐতিহ্য ধরে রেখে সামনের কঠিন পথে চলা এ সংগঠনের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উত্তরণে নেতৃত্ব দিয়ে চলেছেন যুবরাই। এই সংগঠনের চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী ছৈয়দ, গণমানুষের নেতা এ.বি.এম মহিউদ্দীন চৌধুরী, অ্যাড. সুলতানুল কবির চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, কাজী ইনামুল হক দানু ও খালেকুজ্জামানদের মত নেতারা এ সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তাঁদের পথ অনুসরণ করেই বর্তমান যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এতে মো. ইউনুছ বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সংকট মোকাবেলায় আদর্শিক ও সমৃদ্ধ যুব-জনগোষ্ঠী গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শেখ মণিকে আওয়ামী যুবলীগ গঠন করার নির্দেশ দিয়েছিলেন।
শফিকুল হাসান বলেন, স্বাধীনতার পর যুবলীগ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ, জিয়া-এরশাদ-খালেদার স্বৈরাচারি শাসনামলেও অকুতোভয়ে সংগ্রাম করেছে। সৈয়দ মাহমুদুল হক বলেন, দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও রক্ষায় যুবলীগের অবদান অনস্বীকার্য।
মহিউদ্দিন বাচ্চু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালে ১১ নভেম্বর এক যুব কনভেশনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা লাভ করে।
নগর যুবলীগের চার যুগ্ম আহবায়ক ঃ নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে বিকাল ৩টায় নগর যুবলীগের চার যুগ্ম আহবায়কের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা। যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ ও দিদারুল আলম দিদার। আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, লোকমান হাকিম, বেলায়েত হোসেন বেলাল, মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোজাম্মেল হোসেন নান্টু, তারেক সোলতান, আব্দুল হাই, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলি বাহাদুর, ইমরান ফারুক, কাজী রাজিশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, মুজিবুর রহমান, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দী, নগর যুবলীগের সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য বখতেয়ার ফারুক, সাহেদুল ইসলাম শাহেদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি, সম্পাদকদের মধ্যে মোহাম্মদ ইকবাল, মঈনুল ইসলাম, শাহিন সরওয়ার, হারুন অর রশীদ আলম, মোহাম্মদ হোসেন প্রমুখ।
এউপলক্ষে নগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও দৃষ্টহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
নগর যুবলীগ নাছির গ্রুপ :
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের এই গ্রুপের আলোচনা সভা নগর যুবলীগের সদস্য সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্ল্লবের সভাপতিত্বে নগর যুবলীগের সদস্য নঈম উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার,সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, দিদারুল আলম, নগর যুবলীগের সদস্য খোরশেদ আলম, রহমান, তানভীর আহমেদ রিংকু,সাবেক ছাত্রনেতা অ্যাড.মাহবুবুর রহমান, জসিম উদ্দিন মিথুন, মীর আবদুর রহমান মামুন, গিয়াস উদ্দিন, নগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন,সাখাওয়াত হোসেন সাকু,সাবেক ছাত্রনেতা তাজউদ্দিন রিজভী, মো. সাইফুদ্দিন, জালাল আহমেদ দুলাল, ফারুক চৌধুরী, মাসুদ আকবরী,ফজলে হাসান,এস,এম,নাছির, পিয়ার মো. পিয়ারু,আবদুল্লাহ আল মামুন, ফরমান উল্লাহ অপু,আবুল হাশেম কাজল, মো. কায়সার, ইশতেহার পারভেজ, সাহেদ হোসেন টিটু,জাহাঙ্গীর আলম,সুমন চৌধুরী, মনজুরুল ইসলাম, কামরুজ্জামান, আজিজ উদ্দিন, তাজউদ্দিন, মো. আলমগীর টিপু প্রমুখ। সভাশেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডিপ্লোমা ছাড়াই নার্স ওষুধও মেয়াদোত্তীর্ণ
পরবর্তী নিবন্ধমৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে দেশে