প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রামের মেয়রের মতো নারায়নগঞ্জের মেয়রকেও প্রতিমন্ত্রীর এবং ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দেয়া হচ্ছে।
গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রগণের পদমর্যাদা নির্ধারণ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রগণের পদমর্যাদা নির্ধারণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। এমতাবস্থায় মেয়রগণের স্ব স্ব নামের পাশে বর্ণিত পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগের মেয়রকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা না দেয়ার বিষয়টি ছিলো সবার মুখে মুখে। অবশেষে ঘুচলো সে আক্ষেপ। গত বছরের ২৭ জানুয়ারি রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন।
এর আগে ২০১৫ সালে ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২১ জুন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এরমধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপনির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আতিকুল ইসলাম। তখন তিনিও মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।