মীরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের তুলাবাড়িয়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিবেশীর ঘরে আগুন দেয়ার দায়ে দুই ধারায় দেড় বছরের কারাদন্ডে বিবাদীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে গতকাল রোববার উক্ত রায়ের পর আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন।
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী আব্দুল আলী সূত্রে জানা গেছে ২০২১ সালের ১৪ জানুয়ারী উপজেলার হাইতকান্দি ইউনিয়নের তুলাবাড়িয়া গ্রামে প্রভাত বড়ুয়া ( ৫৫) এর সাথে প্রতিবেশী ভূপাল বড়ুয়া (৬০) এর পূর্ব শক্রুতার জের ধরে দিনে দুপুরে হাতাহাতি ও মারামারির এক পর্যায়ে প্রভাত বড়ুয়া প্রতিপক্ষ ভূপাল বড়ুয়ার বসতঘরে প্রকাশ্যে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় একটি বসতঘর ও রান্নাঘর সহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এই বিষয়ে ঘটনার পরদিন ভূপাল বড়ুয়া বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। বিগত দুই বছর ধরে উক্ত মামলার শেষ পর্যায়ে গতকাল রোববার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার রুমী মামলার ১ম আসামী প্রভাত বড়ুয়াকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন। একই সাথে আরো ৬ মাসের কারাদন্ড এবং ৫০০টাকা জরিমানা করা হয়। উভয় দন্ড কার্যকর এর নির্দেশও প্রদান করে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।