পটিয়াতে ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী জাফরকে বাসা থেকে তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যার ঘটনা তদন্তে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত প্রতিবেদন জমাদানের জন্য আরও এক মাস সময় দিয়েছে। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটিয়া চৌকির আদালতে এ সময় বর্ধিত করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
মামলার বিবরণীতে বলা হয়, গত জুলাইয়ে ৫০ লক্ষ টাকা চাঁদার দাবিতে ওমান ফেরত প্রবাসী জাফরকে পটিয়ার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়িতে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। গত ১৬ আগস্ট আদালতে চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও চকরিয়া থানার ওসিসহ অজ্ঞাতনামা ১০/১৫ পুলিশের বিরুদ্ধে একটি মামলা হয়। এ সময় আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়ে ২০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দানের নির্দেশ দেন। গত ২৪ সেপ্টেম্বর সিআইডি আবেদন করে আদালত থেকে আরও এক মাস সময় চেয়ে নেয়।
অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, আদালত কর্তৃক সময় নেয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি। এটা নিয়ে আদালতে তদন্ত প্রতিবেদনের অগ্রগতির বিষয়টি তলব করে একটি আবেদন করি। পরে সিআইডির সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আরও এক মাসের সময় চেয়ে নেন বলে জানান তিনি।