নগরীর পতেঙ্গায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে এক বিচারকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত অভিযোগে আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি মো. জোবায়ের সৈয়দ। তিনি বলেন, বিচারকের ওপর হামলার মৌখিক অভিযোগ পেয়ে দুইজনকে আটক করেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার বিবরণে পতেঙ্গা থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে আউটার রিং রোডে উল্টো পথে বেপরোয়াভাবে মোটরসাইকেল রেস করছিল আলী আকবর ও জিসান। বিচারক জহির উদ্দিন তাদের এমন আচরণের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুইজন বিচারকের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
প্রসঙ্গত: আলী আকবর ইকবাল যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যা মামলার আসামি হাজী ইকবালের ছেলে ও যুবলীগ কর্মী মো. মহিউদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি। অন্যদিকে হামলার শিকার জহির উদ্দিন চট্টগ্রাম ৫ম মহানগর যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন।