প্রতিবন্ধী রাজের পাশে হাজী আবদুল হান্নান ট্রাস্ট

| বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

নগরীর খুলশী কলোনী এলাকার দুরন্ত ছেলে রাজ। দুরন্তপনা করতে গিয়ে আজ থেকে আট বছর আগে রেলে কাটা পড়ে একটি পা হারিয়েছে রাজ। ফলে তার সমস্ত স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়্‌।

এক পা নিয়ে কেবলই মসজিদে যাওয়া আসা ছিল তার দৈনিক রুটিন। এক পা নিয়ে কোন কিছু করাও তার পক্ষে সম্ভব নয়। আবার ভিক্ষা করতেও রাজি নয় এই তরুণ। এমন একজন প্রত্যয়ী তরুণের পাশে দাঁড়িয়েছে খুলশী কলোনীস্থ হাজী আবদুল হান্নান ট্রাস্ট। পা হারানো রাজের হাতে তুলে দিলেন একটি ব্যাটারি চালিত রিকশা। যা তার জীবিকা নির্বাহে সহায়ক হবে বলে মনে করেন ট্রাস্টের কর্মকর্তারা।

ট্রাস্টের পরিচালক ওমর হান্নান বলেন, আমরা এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সে হিসেবে রাজের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ালাম। হাজী আবদুল হান্নান ট্রাস্টের চেয়ারম্যান সাহিদ হান্নান, কর্মকর্তা সাব্বির হান্নান, আরিফ হান্নান, ওমর হান্নান রাজের হাতে গাড়ির চাবি তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতাকর্মীদের আদর্শিকভাবে আরো সমৃদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধগিয়েছিলেন মহিষ দেখতে প্রাণ হারালেন বজ্রপাতে